ZoomIt সফটওয়্যারটি আসলে কি (What is ZoomIt)?
ZoomIt app বা Tool । নামটি কখনো শুনেছেন কি? পোস্টের টাইটেল দেখেই নিশ্চয় বুঝে ফেলেছেন আজকের এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান যুগ অনলাইন এবং ডিজিটালাইজেশনের যুগ। অধিকন্তু এই COVID 90 এর এই সময়ে আমাদের অনেককেই নিরাপদ দূরত্ব বজায় রেখেই অফিস-আদালত, শিক্ষাকার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, অনলাইন টিচিং, ইউটিউবিং এই সমস্ত কাজ করতে হয়। তাই অনেকেই এখন নিজের কাজকর্মকে অ্যানালগ সিস্টেম থেকে পরিবর্তন করে ডিজিটাল সিস্টেমে নিয়ে আসছেন। অনলাইন বা ডিজিটাল সিস্টেম এর সকল কিছুই আমরা করে থাকি ভার্চুয়াল জগতে। তাই ভার্চুয়াল জগতের সবকিছুর উপস্থাপন হতে হয় আকর্ষণীয় চিত্তাকর্ষক এবং দৃষ্টিনন্দন। ধরুন আপনি একজন অনলাইন টিচার বা প্রেজেন্টার তাহলে আপনাকে আপনার শ্রেণিকক্ষের ক্লাসটিকে অনলাইনে ফুটিয়ে তুলতে প্রয়োজন হবে অনেক টুলসের যেগুলো আপনার শিক্ষা কার্যক্রমকে আরো বেশি কার্যকরী করে তুলবে। অথবা ধরুন আপনি একজন ইউটিউবার। ইউটিউব এ আপনি আপনার কনটেন্টকে আকর্ষণীয় করার জন্য কত কিছুই না করে থাকেন। এই যেমন ধরুন আপনার ইউটিউব এর কন্টেন্ট তৈরি করার সময় কোন অংশকে হাইলাইট করা,এনোটেট করা অথবা কখনো কখনো আপনার স্ক্রিনকে জুম ইন জুম আউট করতে হয়। কেমন হতো এই সকল কাজ যদি একটি মাত্র টুলস এর দ্বারাই করা সম্ভব হতো তাহলে আপনার সম্ভবত অনেক পরিশ্রম বেঁচে যেত এবং আপনার শ্রেণিকক্ষের ক্লাসটি বা আপনার উপস্থাপনাটি অথবা আপনার ভিডিও কনটেন্ট আরো বেশি মনোজ্ঞ হতো। আজকে এমন একটি প্রেজেন্টেশন টুলস নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম ভাবলাম ইনফোটেকলাইফ.কম এর ভিউয়ার দের যদি কোন কাজে আসে।
ZoomIt app বা Tool হচ্ছে কম্পিউটারের স্ক্রিন কে জমিন এবং জুম আউট করা, স্ক্রিনকে হাইলাইট এবং মার্ক করার একটি আকর্ষণীয় প্রেজেন্টেশন টুলস। আপনারা নিশ্চয় অনলাইনে আকর্ষণীয় মানের ভিডিও কনটেন্ট দেখে থাকবেন যেখানে একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর তার কন্টেন্টটিকে বিভিন্নভবে কম্পিউটারের স্ক্রিনে ফুটিয়ে তুলছেন, কখনো বা কম্পিউটারের স্ক্রিনে আঁকাআঁকি বা লাইন টানছেন সেটাকে স্কয়ার বা সার্কেল দিয়ে চিহ্নিত করছেন কখনো বা টিকমার্ক দিচ্ছেন। আপনি আপনিও হয়তো একজন কনটেন্ট ক্রিয়েটর বা প্রেজেন্টার হিসেবে মনে মনে ভাবতেন আর মনে মনে বলতেন ‘ আমিও যদি এমন ভাবে আমার প্রেজেন্টেশনটি কে অনলাইনে ফুটিয়ে তুলতে পারতাম।’ হ্যা প্রিয় ভিউয়ারস আজকের পর থেকে আপনিও হতে যাচ্ছেন একজন আকর্ষণীয় অনলাইন প্রেজেন্টার অথবা একজন দক্ষ ইউটিউবার। আসলে ZoomIt নামের এই ছোট্ট টুলটি দিয়ে আপনি আপনার কম্পিউটার স্ক্রীণে ইচ্ছেমত দাগ বা আঁকাআঁকি করতে পারবেন। হউক সেটি কোন ডক্যুমেন্ট বা কোন প্রেজেন্টেশন। আপনি ইচ্ছেমত আপনি আপনার কম্পিউটার স্ক্রীণকে Zoom করতে এবং Zoom অবস্থায় সেটিকে এদিক সেদিকে মুভ করাতে পারবেন। অর্থাৎ একটি প্রেজেন্টেশনকে হাইলাইটিং, জুমিং, এনোটেটকরার মত সমস্ত খুটিনাটি কাজ এই টুলসটি দ্বারা আপনি করতে পারবেন।
এই সফটওয়ারটি কতটুকু নিরাপদ ( Is it safe ) ?
এই সফটওয়্যারটির নির্মাতা একটি সার্টিফাইড ও কোম্পানীর তাই এটির ব্যবহার অনেকটা নিরাপদ। তবে যেহেতু ZoomIt কোন Windows System File নয়, এবং এটি আপনার মাউস ও কি-বোর্ডের গতিবিধিকে রেকর্ড করে তাই টেকনিক্যাল দিক হতে এটি বিতর্কের উধ্বে নয়। তবে এ পর্যন্ত যেহেতু এই সফটওয়ারটি সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তাই বলা যায় এটি সম্পূর্ন নিরাপদ।
ZoomIt সফটওয়ারটি দিয়ে কি কম্পিউটার এর স্ক্রিনশন নেওয়া সম্ভব (Is it possible to take a screenshoot with it)?
হ্যাঁ সম্ভব, প্রথমে আপনার কম্পিউটারের কি বোর্ড হতে Ctrl + 1 চেপে স্ক্রীণটিকে জুম করে নিন এবং এরপর কী-বোড হতে Ctrl + S চাপুন দেখবেন আপনার স্ক্রিণটি সেইভ হয়ে গেছে।
ZoomIt কোন সটকার্ট কমান্ড রয়েছে কী?
হ্যাঁ আসলে ZoomIt একটি ছোট্ট টুলস যেটির অধিকাংশ কাজকর্মগুলো আপনি শর্টকাট কমান্ড কী এর মাধ্যমে করতে পারবেন। শর্টকাট কমান্ড কী গুলোর ব্যবাহার ও এর ব্যাখ্যা নিচের ইমেইজ শীটে দেওয়া হল-
কীভাবে ZoomIt নামের এই টুলসটি ব্যবহার করতে হয়?
দেখুন সবকিছুতো আর এই ভাবে লিখে প্রকাশ করা যায় না, এই কাজটুকু আপনাকে নিচের টিউটোরিয়াল হতে দেখে নিতে হবে। দেখুন এই টিউটোরিয়াল টি।
No comments:
Post a Comment